অবুঝ বউ
,
Sûmøñ Ãl-Fãrâbî
.
৯ম পর্ব
,
রোজ যদি অফিস থেকে ফেরার পর বউয়ের এমন মিষ্টি আদর পাই তাহলে তো আমার মতো লাকি আর কেউ নেই ,,,
।
কিস করে বউ মনে হয় লজ্জা পেয়েছে ,,,
লজ্জায় আমার বুকে মুখ লুকিয়েছে ,,
।
“” কি হলো মহারাণী আপনি কি লজ্জা পেয়েছেন ,,,
“” না,,
“” তাহলে মুখ লুকিয়েছেন কেন ,,,
“” এমনি,,,
“” ঘুমাবেন না,,,
“” হুম ,,,
“” তো চলেন শুয়ে পরি,,,
“” আমাদের বেবি হবে কবে,,,
“” তোমার মাথায় আবার এই বেবির চিন্তা আসলো কোথায় থেকে ,,,
“” ভাবি বলছে ,,,
“” কি বলছে ভাবি,,,
“” বলছে যদি বেবী হয় তাহলে তুমি বেবির জন্য হলেও বার বার ফোন করবে ,,,
“” পাগলী আমাদের বিয়ের তো এখনো এক মাস ও হয় নি ,,,
“” তো,,, তাই জন্য কি আমাদের বেবি হবে না ,,,
“” কিছু দিন যাক না,,, তারপর ,,,
“” না আমার এখুনি লাগবে ,,, তুমি আমায় ফোন দাও না ,,,
“” কাল থেকে রোজ ফোন দিবো ,,,
“” সত্যি ,,,
“” হুম ,,,,, চলো ঘুমাবো ,,,
“” হুম ,,,
,,,,,,
এরপর দুজনেই শুয়ে পড়লাম ,,, ও আমায় জড়িয়ে ধরে ঘুমালো,,,
আমিও ,,,
পাগলীটা ওর বালিশ টা রেখে আমার বুকটাকে বালিশ বানিয়েছে,,,,,
,,,,
এটাই তো চেয়েছিলাম,,, এমন একটা বউ পাবো,,,,
।
।
সকাল বেলা কারো ভেজা চুল থেকে কয়েক ফোটা পানি আমার মুখের উপর পরলো,,,
আমার এতো স্বাদের ঘুম টা ভেঙে গেলো,,,,
চোখ খুলে দেখি একটা পরী আমার সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে ,,,
আমার চোখ তো সরতেই চাইছে না ,,,
মনে হচ্ছে অনন্ত কাল ধরে এভাবে ওর দিকে তাকিয়ে থাকি,,,,
।
।
“” এই এমন হা করে কি দেখো,,,
“” পরী দেখি,,,
“” তাই,,
“” হুম ,,, পিচ্চি মেয়ে টা কে আজ অনেক বড় লাগছে ,,,
“” আমি কি এখনো পিচ্চি আছি ,,,
“” না আপনি অনেক বড় হইছেন ,,,
“” হুম,,, অফিসে যাবে না ,,,
“” ইচ্ছে করছে না ,,, তবুও যেতে হবে ,,,
“” উঠো,,,, আর কতো ঘুমাবা ,,,
“” একটু কাছে আসো না ,,,
“” না না না,,, তুমি দুষ্টুমি করবে ,,,
“” ওহহ আমি একাই দুষ্টুমি করি আপনি করেন না ,,,
“” আমি কখন করলাম ,,,
“” ওহহ আপনি করেন না ??? আচ্ছা ঠিক আছে আমিও আর করবো না ,,
“” রাগ করলে,,,
“” আমি কারো উপর রাগ করি না,,,
“” তাহলে ওপাশ ফিরলে কেন,,,,
“” আমার ইচ্ছে তাই ,,,
“” এই এপাশে তাকাও,,,
“” পারবো না ,,,
“” এই তো আমি তোমার কাছে আসছি,,
( আমায় জড়িয়ে ধরে )
“” লাগবে না ,, তুমি যাও,,,,,
“” কান্না করবো কিন্তু ,,,
“” এই না,,, কান্না কোরো না ,,,
“” তাহলে রাগ করছো কেন ,,,
“” আর হবে না ,,,
“” সত্যি তো,,,,
“” হুম সত্যি ,,,
“” তাহলে জড়িয়ে ধরো,,,
“” পাগলী একটা,,,
।
।
এরপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম ,,,
।
দুপুর বেলা হঠাৎ মনে হলো পুতুল কে তো ফোন দেইনি ,,,
তাড়াতাড়ি ফোন বের করে ফোন দিলাম ,,,
“” হ্যালো,,,
“” হ্যা আম্মু ,,,
“” হুম বল,,,
“” দুপুরে খাইছো,,,,
“” হুম ,, তুই ,,,
“” এখনো খাই নি ,,, পুতুল খাইছে ,,,
“” না,,,
“” ওহহ,, কই ও,,,
“” দারা দিচ্ছি ,,, ।
এরপর আম্মু পুতুলকে ফোনটা দিলো,,,
“” হুম বলো ,,
“” এই যে মহারাণী আপনি খান নাই কেন,,,,
“” ক্ষুধা পায় নি,, আর খাওয়ার আগে তো তোমায় ফোন দিতাম,,,
“” ওহহ,,
“” তুমি খেয়েছ,,,,,
“” না,,,
“” কখন খাবে ,,,
“” একটু পরে ,,,
“” তাড়াতাড়ি খেয়ে নিও,,,
“” আচ্ছা ,,,
”” কখন আসবে ,,,
“” সন্ধ্যাায়,,,,
“” গত দিনের মতো দেরি করবে না কিন্তু,,,,,
“” আচ্ছা ,, তোমার ফোন নাম্বার টা দাও,,,, ,,,,
“” আমার তো কোনো নাম্বার নেই ,,,
“” ফোন দেখলাম যে,,,
“” শুধু ফোনটাই আছে ,,, কোনো সিম নেই ,,,
“” তাহলে ফোন কিনছো কিসের জন্য ,,,
“” গেমস খেলার জন্য
“” হায়রে পিচ্চি ,,,
“” কি বললে,,,
“” কিছু না ,, বায় মহারাণী ,,,
“” তাড়াতাড়ি আসবে ,,,
“” আচ্ছা ,,,
।
।
এরপর ফোন কেটে আমি অফিসে আবার মনোনিবেশ করলাম ,,,
কাজের চাপে আজকেও দেরী হয়ে গেল ,,,
পাগলীটা মনে হয় আজও কান্না করছে ,,,
।
তাড়াতাড়ি করে বাসায় আসলাম ,,,
কলিং বেল বাজাতেই পুতুল এসে দরজা খুলে দিল ,,,
কি হলো এটা ,,, পুতুল আমার সাথে কথা বললো না কেন ,,,
মনে হয় কোনো ঘাপলা আছে,,,
পুতুল আর আম্মু বসে বসে মনে হয় টিভি দেখছে ,,
আমি আসার পর পুতুল আর টিভিও দেখলো না,, চুপচাপ রুমে চলে গেল ,,,
।
।
“” আম্মু খাইছো,,,
“” না তোর জন্য বসে আছি ,,, তোর আব্বু ও এখনো খায় নি ,,
“” আব্বু আসছে ,,,
“” হুম ,,,
।
আব্বু ব্যবসার জন্য বাইরে গেছলো,,,
আব্বু চাইতো আমি তার ব্যবসা দেখাশোনা করি,,,
কিন্তু আমি একটু আলাদা তাই চাকরি করছি ,,,
রুমে গিয়ে আব্বু র সাথে দেখা করে আমার রুমে চলে আসলাম ,,,,,,
রুমে এসে দেখি পুতুল ওর ফোনে গেমস খেলছে ,,,
চুপিচুপি ওর কাছে গেলাম ,, এরপর পিছনে থেকে জড়িয়ে ধরলাম ,,,
অনেক চমকে যায়,,,
কি আজিব কোনো কথা বললো না ,,,
।
“” কি হলো কথা বলবে না ,,,
“” ( চুপচাপ )
“” এমন করে না লক্ষী বউ,,,
“” ( গেমস এ মনোযোগ আরও বাড়িয়ে দিলো)
,,,
আম্মু খাইতে ডাকছে ,,,
।
“” চলো খাইতে যাই,,,
আমার সাথে কথা না বলে মোবাইল রেখে বাইরে গেল ,,,
আমিও ফ্রেশ হয়ে খেতে আসলাম,,,
খাওয়া শেষ করে পুতুল রুমে আসলো ,,,
আমি আব্বুর সাথে ব্যবসা নিয়ে একটু কথা বলে রুমে আসলাম ,,,
কিন্তু বউ তো কথা বলছে না ,,
দেরি করে আসছি এটা তো দোষ ,, কিন্তু কেমনে এখন বউয়ের রাগ কমাবো,,, ( কেউ জানলে কমেন্ট এ লিখে দিয়েন)
,,,,
,,,,,
,,,,
,,,,,
,,,,
,,,
to be continue