গল্প ঃ ডিভোর্স
উকিল: নিন সই করুন এইখানে।
আমি: নে সই কর।
লিমা: হুহ্ করছি।
আমি: কর সই কর যত তাড়াতাড়ি করবি ততই শান্তি পামু।
লিমা: তারমানে আমি অশান্তি করি।
আমি: না তুই কেন অশান্তি করবি অশান্তি তো আমি করি।নে তাড়াতাড়ি সই কর আর ফোট এখান থেকে।
লিমা: সই তো করবোই।ভুলটা কি ছিলো আমার।আমার দোষটা কোথায়।
আমি: তোর কেন দোষ হবে।ওই খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বের করাটাই হলো আমার দোষ।
লিমা: ডিভোর্স দিবি তো বিয়ে করেছিলি কেন??
আমি: আমি ডিভোর্স দিচ্ছি না।তোর কাছে থেকে ডিভোর্স নিচ্ছি।
উকিল: সইটা করুন তাড়াতাড়ি।
আমি: উকিল সাহেব আপনি চুপ করুন তো ও সই করবে।
লিমা: একটা অন্তত সরি বলতে পারতে।
আমি: না আমি তো সরি বলি না।সরি বলতে জানি না।নে তারতাড়ি সই কর আমার কাজ আছে।
লিমা: 😭😭😭😭😭😭
আমি: তোর ওই টিভি সিরিয়াল এর মতো ফ্যাঁচ ফ্যাঁচ করবি না।এটা বাস্তব।
লিমা: টিভি কেনার টাকা আছে তোর।পাশের বাসার ভাবির টিভি দেখি।ফ্রিজ কেনার টাকা আছে তোর পাশের বাসার ভাবির ফ্রিজ এ বিভিন্ন জিনিস রাখতে হয়।
আমি: আমি ওসব কিনতে পারবো না সেটা আগে জানতি না।তাহলে তখন আমাকে বিয়ে করলি কেন..??
উকিল: ঝগড়া না করে সইটা করুন।
আমি+লিমা: এই চুপ করুন তো।বারবার দুজনের কথার মাঝে কথা বলতেছেন।
লিমা: এখনও সময় আছে অন্তত একবার সরি বলতে পারতে।
আমি: বললাম না আমি সরি বলতে জানি না।
লিমা: আচ্ছা আমিই সরি 😭😭😭😭..
আমি: এটা ফান করার সময় নয়।নে সই কর আর তোর রাস্তায় চলে যা।আমি আমার রাস্তায়।
লিমা: আমি সিরিয়াসলি বলছি সরি জীবন।😭😭😭😭😭
আমি: আমার কিন্তু প্রচন্ড হাসি পাচ্ছে।
লিমা: তোর হাসি পাচ্ছে না।আর আমার বুকটা খাঁ খাঁ করছে সেটা বুঝছিস।(শার্ট এর কলার ধরে কেঁদে কেঁদে)
আমি তো অবাক।কারন যে মেয়ে ডিভোর্স এর জন্য পাগল হয়ে গেছিলো।সে এখন আমাকে বিবাহ বিচ্ছেদ অফিসে এসে সরি বলছে।আমার তো মাথা কাজ করছে না।
আমি কিছু বলার আগে ও আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁন্না করতে থাকলো।আর উকিল সাহেব এই কান্ড দেখে আকাশ থেকে পড়ার অবস্থা।
লিমা: আমি সত্তিই সরি বললাম তো।তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আমি: তুমি তো দোষ করো নি।আমি সরি হ্যাঁ।
লিমা: না আমি সরি।
উকিল: এবার এই সরি নিয়ে ঝগড়া করতে করতে আরেকবার ডিভোর্স পেপার নিবেন না কি।যান এখান থেকে যত্তসব।
মোরাল: ভালোবেসে বিয়ে করারর মজাই আলাদা।কখন রাগ হবে আর কখন রাগ ভেঙ্গে সরি বলবে তার কোনো নিশ্চয়তা নেই।আমার কাহিনিটাই দেখুন না।ডিভোর্স নেওয়ার জন্য আমরা কলম পর্যন্ত হাতে নিলাম।কিন্তু সাইন করা হলো না।সত্তিকারের ভালোবাসা কখনই শেষ হয় না।সেটা হোক মৃত্যুর আগ পর্যন্ত নতুবা ডিভোর্স এর আগ পর্যন্ত।