😍পিচ্ছি মেয়ের ভালোবাসা😍
আমি:-ওরে আম্মরে…গেলাম রে
আম্মু:-ওই চিল্লাস কেনো?
আমি:-আমারে মাইরালাইছে.😭…
আম্মু:- কে মারছে…😁..
আমি:-কে আবার তোমার বান্ধবীর পিচ্ছি
মাইয়াটা..😑.
.
.
ইভা:-ওই তুই আবার আমারে পিচ্ছি বললি😡আজকে তোর
একদিন কি আমার যতদিন লাগে..
আমি:-যতদিন লাগবে কেনো,আমার একদিন তোরও
একদিন ….😁
.
.
ইভা:-আমি তো মেয়ে.😎…
আমি:-তো কি কইরতাম.😁..
ইভা:-মেয়ে বলে সময় বেশি দিতে হবে…
আমি:-দিমু না কি করবি…..😁
.
.
ইভা:-কি করমু তোরে পরে দেখামু……যা ভাগ…😡
আমি:-তুই যাইতে পারিস না,আমার রুমে এসে
আমারে ঝাড়ি
দিস….😕
.
ইভা:-তোর নাম লেখা আছে…
আমি:-ওরে তোর কাছে মাফও চাই দোয়াও চাই
বোন
তুই এবার যা আর ঝগড়া করিস না…
.
.
ইভা:-ওই আমি তোর কোন জনমের বোন…😕
আমি:-ও আম্মু এই মাইয়ারে নিয়া যাও…..
ইভা:-হিহিহিহিহিহি,😂
.
আমি:-ওই পিচ্ছি হাসিস কেনো?
ইভা:-আমি তোর রুমে ডুকার সাথে সাথে আন্টি
তো
চলে গেছে রান্না ঘরে…😁
.
আমি:-তাই তো বলি, আম্মু কিছু বলে না কেনো।
এবার যা
তো তুই…..
ইভা:-যাচ্ছি যাচ্ছি…..😎
.
আমি:-ওরে বাপরে বাপ…এ মাইয়ার জাল্লায় আমি
পুরো
কাবাব হইয়া গেছি।সব সময় দৌড়ের উপর
রাখে….আমি
নিশ্চিত যে এ মাইয়া যার কপালে আছে…আর
কইতে
পারলাম না…..আবার আসতেছে মনে হয় নূপুরের
আওয়াজ পাইতেছি……ওই তো উকি দিতাছে..
.
আমি:-ওই চুরি করবি নাকি উকি দিস কেনো?😂
ইভা:-আমারে কি তোর চোর মনে হয়?
আমি:-না,তোরে চুন্নি মনে হয়….
ইভা:-কি আমি চুন্নি, আন্টি তোমার পোলা
আমারে চুন্নি
বলছে…😭
.
আম্মু:- রান্না ঘর থেকে খুন্তিটা নিয়া যা,তারপর
ইচ্ছামতো
মাইর দেয়(আমার মনে হয় না এটা আমার
আম্মু,ছেলেরে মাইর খাওয়ানোর জন্য উঠে
পরে লাগছে)
.
ইভা:-কি বলছে শুনছিস….. আনবো নাকি খুন্তিটা…😂
আমি:-আমি কি তোরে ডরাই, যা আন…
ইভা:-পালাবি না বলে দিলাম…
.
আমি:-আমি কি ভীতু যে পালামু.😉……
ইভা:-ওহহহ তাই বুঝি,বাবু…আমি আসতেছি…😂
.
.😍 পিচ্ছি মেয়ের ভালোবাসা 😍
…
..
.
ইভা:-ওহহহ,তাই বাবু…দাড়াও আসতেছি..
আমি:-যা যা… তোরে কি ডরাই আমি..
ইভা:পালাবি না কইলাম তোরে…
আমি:-যা তো পালামু না..😎
.
.
এই মাইয়া কি মনে করছে আমি ওরে ভয় পাই….
আজকে আমি দেখাই দিমু ভীতু কারে
কয়……না না এখানে লুকানো যাবে না…ওরে
বাস এখানে তো দেইখা যাইবো…যদি মোটু
পাতলু হতাম তাহলে কোথায় চলে যেতাম কে
জানে….
আইতাছে আইতাছে কি করা যায় দেখি….
.
.
ইভা:-ওই লুকাইলি কই😁
আমি:- ………..(চুপ)
ইভা:-ওই তুই নাকি আমারে ভয় পাস না তাহলে
লুকালি কেনো?
.
আমি:- …………(চুপ)
ইভা:-ওই বাইরে আয়,খাটের নিচে কি….
আমি:-না বাইর হমু না, বাইর হলে তো তুই আমারে
মারবি….😕
.
ইভা:-মারবো না আয়….
আমি:- না…😂
ইভা:-ওই তোরে আইতে কইছি আইবি..না হলে
কিন্তু….
আমি:-কি?কি করবি?(ওরে হাতের উপর মনে হয়
তেলাপোকা উঠছে, বাঁচার একটা সুযোগ
আছে)
.
.
ইভা:-বাইরে আয় তারপর বলছি কি করমু…
আমি:-আমার হাতে তেলাপোকা আছে, মাইরতে
আইলে কিন্তু তোর মাথায় দিয়া দিমু…
ইভা:- ননননননননননননননাা
.
আমি:-তাহলে ভাগ…এখান থেকে..😁
ইভা:-ওকে যাচ্ছি, তোরে পরে আমি দেইখালমু…😡
আমি:-যাবি নাকি তেলাপোকা ছাইড়া দিমু…
.
ইভা:-যাচ্ছি যাচ্ছি….
আমি:-গেলি..
ইভা:-আন্টিটটটটটটটটটটটট😕
.
আর যদি বেয়াদবি করে তো তেলাপোকা
ভাজি কইরা,পিচ্ছিটারে খাওয়ামু…পিচ্ছ
ি মাইয়া আমার সাথে আর লাগবি তো মজা
বুঝবি…..
এই রে মনে হয় আবার আইতেছে…..তেলা
পোকা কই গেলো…আয় হায় তেলাপোকা
ফইন্নির ফুত কোথায় চলে গেলো…এবার কি
করবো কিছু তো মাথায় আসে না..পালানো
যাবে না..পালাবো দরজা দিয়ে কিন্তু পিচ্ছি
তো দরজার সামনে মনে হয় এখন…ও আল্লাহ
আমারে মোটুর শক্তি দাও, যেন পিচ্ছি টারে
এক ঘুষি মেরে জনের আস্তানায় গিয়ে
পড়ে…আরে দূর কি সব আবালের মতো বকবক
করতাছি,দেখি আল্লাহ আমার কপালে কি
রাখছে….😎
.
.
ইভা:- ওই রিয়ান…
আমি:-কে মরছে…
ইভা:-তুই বাড়িতে কি করিস…
আমি:-আমি বাড়িতে থাকবো না কি তুই থাকবি…
ইভা:-আমার মুখে মুখে তর্ক করিস….
আমি:-তোর মুখে মুখে তর্ক করছি কখন,তুই তো দরজার
সামনে দাড়িয়ে আছিস মুখে মুখে তর্ক করলাম
কবে……
.
.
ইভা:-চুপ বকবক করিস না,যেটা বলছি সেটা কর…😁
আমি:-কি বলছিস তুই….
ইভা:-একটু আগে তোরে বলছি না দোকানে
যাইতে…😡
আমি:-মিথ্যা কথা কইবি না কইলাম তুই তো কিছু
বলিস নাই আমারে……তেলাপোকার ভয়ে
চিল্লানি দিয়া চলে গেলি……
ইভা:-তো কি হইয়ে এখন তো বলছি,এখন যা
দোকানে…..
.
আমি:-ওই মাইয়া সে কখন থেকে যাওয়ার জন্য
কইতাছত কি কারনে যামু সেটা কস না কেনো?
ইভা:-সাবান নাই, আমি গোসল করতে যাবো সাবান
নিয়া আয়….
.
.
আমি:-তুই যা,আমি পাইরতাম না….
ইভা:-যাবি নাকি,মাইর দিমু…
আমি:-আমি কি তোর সম্পত্তি নাকি, যে মাইর
দিবি…
.
ইভা:-হুম,তুই তো আমার সম্পত্তি,😘,,
আমি:-কি কস…..
ইভা:-কিছুনা দোকানে যাবি নাকি…আন্টিরে
ডাক দিমু….
আমি:-আম্মুরে টানিস কেনো, যাচ্ছি তো…
ইভা:-হুম,তাড়াতাড়ি…😂
আমি:-যাচ্ছি যাচ্ছি…😕
.
.
কি মাইয়ারে… সবসময় শুধু আমারে দৌড়ের
উপর রাখে….মন কইতাছে পিচ্ছি টারে ছাদের
উপর থেকে ধাক্কা দিয়া মাইরালাই…..
.
ইভা:-রিয়ান শুন না…..
আমি:কে মরছে.. ..(গেট দিয়ে বাইর হইতাছি ঠিক
তখনই পিচ্ছি ডাক দিলো)
ইভা:-এদিকে আয় না একটু…….
আমি:-কি হয়েছে বল এবার……
ইভা:-আরেকটু কাছে আয়…
আমি:-আর পারমু না..😁
.
ইভা:-কেনো?
আমি:-দোকানে যাবো তো….তুই গোসল করবি
সাবান লাগবে তো,না তুই আর আম্মু মিলে
আমারে যে পিটাইবি আমি জানি…..
ইভা:-খবিস তুই গোসল করবি না…
আমি:-এয়য়য়,আমি কি তোর মতো,সকাল ৬:৩০ এ আমি
গোসল করি….
ইভা:তা তো জানি,
আমি:-এবার আমি যাই……দেরি হয়ে যাচ্ছে তো
ইভা:-যা…😎…….
.
.
ইভা:-এইইইইইইইইই
আমি:- কি?(আবার ডাক দিছে)
ইভা:-একটা কথা শুনবি……
আমি:-কি…..?
ইভা:-আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি…..
আমি:-আচ্ছা আনবো যাই এবার…
ইভা:-হুম,,,,
আমি:-আর ডাকবি না কইলাম….
ইভা:-হুম….😕
.
ওরে বাপরে বাপ…..এ মাইয়া তো আমারে
মাইরালাইবো……কি কইরতাম কিছু মাথায়
আসে না…….😷
.