বস বউ
Sûmøñ Ãl-Fãrâbî
Part_2
।
ভাবতেই কেমন লাগছে,, আজ আমার বাসর রাত ,,, বুকে সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম,,,
বউ ঘোমটা দিয়ে বসে আছে ,,
আহহ কি লজ্জা বতী,,,
স্যার যেমন থুক্কু এখন তো শ্বশুড়,,,
শ্বশুর মশাই যেমন তার প্রডাক্ট ও ঠিক তেমন,,,
।
কি ব্যাপার??
বউ কেন জানি এসে পা ধরে সালাম করলো না ,,,
হয়তো লজ্জা পেয়েছে ,,,
আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছি,,,
সামনে আমার লক্ষ থুক্কু বউ স্থীর হয়ে বসে আছে ,,,
।
খাটের উপর গিয়ে বউয়ের পাশে বসলাম ,,
বউ একটু সরে বসলো,,,
।
“”” আসসালামু আলাইকুম ( আমি )
“”” ওয়ালাইকুম আসসালাম,,, ( বউ)
“”” দেখুন এখানে আমার থাকার কথা ছিলো না,, কিন্তু আপনার ভাগ্যে হয়তো আমি আর আমার ভাগ্যে হয়তো আপনি আছেন,,, তাই আজ আমি আপনার সামনে বর রুপে,,,,
“”” হুম ,,,
“”” আপনি খুবই মিষ্টি ,,
।
না দেখেই পাম্প দেওয়া শুরু করলাম ,,
।
“”” ( কোনো উত্তর নেই)
“”” আমি কি আপনাকে দেখতে পারি,,,
“”” হুম ,,,
।
বিসমিল্লাহ বলে ঘোমটা তুলতেই
আমার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক্ট হয়ে গেল ,,,
আল্লাহ এটা কেডা??
এটা তো সেই ডাইনী মেয়েটা,,,
এখনো আমায় দেখে নি,,
চোখ বন্ধ করে আছে ,,,
দেখলে সিওর কিয়ামত বাজাই দিবে,,,
এখন কি করি???
।
ওর সামনে থেকে উঠে দরজার দিকে হাটা শুরু করলাম
বাইরে বের হবো জন্য ,,,
এমন সময় ও চোখ খুলছে ,,
।
“”” কই যাচ্ছেন ??
।
এবার খাইছে রে,,,,
।
“”” না মানে একটু ওয়াশরুমে যাবো,,,
“”” তো বাইরে যাচ্ছেন কেন,,, ওয়াশরুম তো এদিকে,,,,
“”” ওহহ দেখতে পাই নি ,,,,
।
পিছনে না ঘুরে ওয়াশরুমে আসলাম ,,,
ভাগ্য ভালো আমার মুখ দেখে নি,,,
দেখলে না জানি কোন ঘূর্ণিঝড় সৃষ্টি হতো,,,
কি করবো আমি এখন ???
।
বেশ কিছু সময় অতিবাহিত করলাম ওয়াশরুমে,,,
আর কতক্ষণ থাকা যায় ,,,
।
যা হবার হবে ,,,
আমি এখন বের হবো,,,
।
বের হয়ে দেখি মুমু মানে আমার বউ
কাপড় চেঞ্জ করছে,,,
।
“”” একি,, আপনি কি করছেন,,,
“”” আসলে আমি শাড়ি পড়ে বেশিক্ষণ থাকতে পারি না ,,, তাই চেঞ্জ করছি ,,,
“””” দাঁড়ান দাঁড়ান ,, এখন খুলিয়েন না,,,
“””” কেন???
“”” আমি বাইরে যাচ্ছি ,, এরপর আপনি কাপড় চেঞ্জ করিয়েন,,,
“”” কেন বাইরে যাবেন কেন,,,
এখানেই থাকুন ,, আপনি তো আমার স্বামী ,,,
“””” কিন্তু ,,,
“””” কিসের কিন্তু ???
“”” না কিছু না,,,
।
আহারে দুপুরে যদি শুধু শুধু ঝগড়া টা না করতাম তাহলে কতো সুন্দর একটা বউ পাইতাম ,,,
আমার তো শুধু ভয় লাগছে
আমায় দেখলে কি করবে??
,,
আমি খাটের একপাশে মাথা নিচু করে বসে আছি,,,
মুমুর কাপড় চেঞ্জ করা শেষ ,,,
ও এসে ওপর পাশে শুয়ে পরলো,,,
।
“”” ঘুমাবেন না,,,, ( মুমু)
“”” হুম ,,,
“”” তাহলে শুয়ে পরেন,,,
।
আমি শুয়ে পড়লাম ,,
আমি ভাবছি হয়তো মুমু ওপাশে করে ঘুমিয়েছে,,,
তাই জন্য আমি একটু অপর পাশে ঘুরলাম,,,
কিন্তু ঘুড়ার সাথে সাথে মুমুর চোখ চোখ পড়লো,,
।
আমায় দেখার সাথে সাথে
মুমুর শান্ত চোখ গুলো কেন জানি লাল হয়ে গেল ,,,
বিদ্যুৎ এর গতিতে উঠে বসলো,,,
।
“””” তুই ??? তার মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে ???
“”” হুম ,,,
“””” নাম,, নাম বলছি খাট থেকে,,,,
।
আমি খাট থেকে নামলাম ,,,
মুমুও নেমে আমার সামনে এসে দাঁড়ালো ,,,
।
“”” তোর সাহস হলো কি করে তুই আমায় বিয়ে করিস,,,
.
কেমন ডা লাগে নতুন বউ যদি তুই তুই করে ,,,
আমি আবার কম নাকি আমিও শুরু করলাম
।
“””” আমি যদি যানতাম যে আমার নিরীহ স্যার এর মেয়ে এমন একটা ডাইনী,, তাহলে জীবনেও বিয়ে করতাম না ,,,
“””” তুই,,, তুই ,,,
।
এতটাই রেগে গেছে যে কথাও বলতে পারছে না ,,,
“””” তুই ,,,,, তুই ,,, কি???
“””” তুই বের হ আমার রুম থেকে ,,,
“””” বের হতেই তো যাচ্ছিলাম নিজেই তো ডেকে আনলেন ,,,,
“””” তখন যদি জানতাম ওটা তুই তাহলে পিছনে লাথি দিয়ে বের করে দিতাম,,,
“””” ও হ্যালো ,, আপনি না চাইলেও আমি কিন্তু আপনার স্বামী ,, So, show some respect,,,
।
মুমু কিছু বলতে যাবে ঠিক তখনি দরজায় ঠকঠক,,,
।
মুমু আর কিছু না বলে দরজা খুললো ,,,
স্যার আর ম্যাডাম ,,
থুক্কু শ্বশুর আর শাশুড়ী আসলো,,,
।
“””” কি হইছে মুমু,,, এতো চিৎকার করছিস কেন,,,,
“””” আমি এর সাথে একসাথে থাকবো না,,,
“””” কি হইছে সুমন,,,
“””” সেটা ওনাকেই বলেন ,,,
।
আমি রুম থেকে বের হয়ে ছাদে আসলাম,,,
।
ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি
আল্লাহ যদি এর সাথে আমার বিয়ে রাখতা
তাহলে দুপুরে ঝগড়া টা করানোর কি খুব দরকার ছিল ,,,
।
একটু পরে শ্বশুর মশাই ছাঁদে আসলো,,,
।
“”” সুমন ,, তুমি এখানে ,,,
“”” হুম ,,,
‘”””” কিছু মনে করিও না ,,, ও একটু এমনি,,, তোমাদের যে ঝগড়া হইছিল এটা আমি জানতাম না ,,, একটু মানিয়ে নিয়ো ,,,
“””” আচ্ছা ,,,
“””” যাও রুমে যাও,,,
।
শ্বশুর মশাই চলে গেল ,,,
আমিও ভাবতে লাগলাম রুমে যাবো কি ???
আপনারা কি বলেন??
যাবো??
.
..
।
বউটা বাসর ঘরে একা একা আছে ,,,
বেশি সময় ছাঁদে থাকা যাবে না ,,
এখন হয়তো রাগ কমছে বউয়ের ,,,
।
মনে মনে হালকা খুশি হয়ে গেলাম বাসর ঘরে
আমায় দেখতেই শাশুড়ী বিছানায় বসা থেকে দাঁড়ালো
।
“””” ও একটু জেদী,,, ( শাশুড়ী)
“””” হুম ,,
“”” একটু মানিয়ে নিয়ো
“”” ঠিক আছে ম্যাডাম,,,
“””” কিসের ম্যাডাম,,, শাশুড়ী কে কেউ ম্যাডাম বলে,,,
“””” সরি,,,
।
শাশুড়ী আর শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে গেল,,,
আমিও তাদের পিছনে পিছনে গিয়ে দরজা টা লক করে আসলাম,,,
জানিনা শাশুড়ী বউকে কি এমন মন্ত্র পড়ালো
যে বউ শান্ত হয়ে বসে আছে ,,,
।
এখন একবার বলতে ইচ্ছে করছে
পরিবেশ টা সুন্দর না ☺☺☺
কোনো হইচই আছে কি??🤣🤣🤣
।
কিন্তু না,,,
যা বলার মনে মনে বলে
লক্ষী ছেলের মতো গিয়ে বউয়ের পাশে গিয়ে বসলাম,,,
বসার সাথে সাথে বউ কেন জানি ৪৪০ ভোল্টের শক খাওয়ার মতো দাঁড়িয়ে গেলো,,,
।
“””” তোরে মেনে নিছি জন্য এটা ভাবিস না যে আমি তোর সাথে এক বেডে ঘুমাবো,,,
“”” আজিব তো ,,,
“”” শুধু আব্বু আম্মুর কথা ভেবে তোকে স্বামী হিসাবে মানতে বাধ্য হচ্ছি,,, নয়তো তোর মতো একটা বেয়াদব কে কখনোই স্বামী হিসাবে মানতাম না,,,
“”” আমি বেয়াদব ???
“””” তা নয়তো কি,,, যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে না সে তো বেয়াদবই হবে ,,,
“”” আমি আবার কখন কাকে অসম্মান করলাম ,,,
“””” আজ আমায় অসম্মান করিস নি,,, তুই বেয়াদব তোর ফ্যামিলি বেয়াদব ,,,
“””” দেখো আমায় যা বলার বলো,,, কিন্তু আমার পরিবারকে কিছু বলবা না,,,
“””‘ ছোট লোকের আবার বড় বড় কথা,,, তুই বেয়াদব তোর চোদ্দগুষ্ঠী বেয়াদব ,,,
“””” আবার ও সাবধান করে দিচ্ছি ,,,
“”” তুই আমায় কি সাবধান করে দিবি রে,,, টাকার জন্য তো আমায় বিয়ে করছিস তাই না,,, ছোটলোক কোথাকার ,,,,
“””” আমি ছোট লোক না,,,
“””” সেটাই তো তুই একা ছোট লোক না ,, তোর পুরা বংশ ছোট লোক ,,,
“”””” ঠাসসসসসসসসসসস,,,,,,,
।
।
সহ্যের একটা লিমিট থাকে,,,
বার বার নিষেধ করা সত্বেও
এক কথাই বলে যাচ্ছে বার বার ,,,
যেই কানের নিচে একটা হাই ডোজ পড়ছে
সব ঠিক হয়ে গেছে ,,,
চুপচাপ খাটে বসে বসে গুন গুন করে সাপের মন্ত্র পরছে,,,
জোরে বলার আর সাহস পাচ্ছে না ,,,
।
আবার ধমক দিলাম
।
“””” এত শব্দ হচ্ছে কেন,,, চুপচাপ থাকতে পারো না ,,, ।
বাহহহ,,,
ঔষধের কাজ করছে,,,
এখন পুরাই চুপচাপ,,,
একটা বালিশ আর একটা কাথা নিয়ে নিচে শুয়ে পড়লাম,,,
।
নিচে শুয়ে ফোন গুতাগুতি করছি
মাঝে মাঝে শুধু একটা কথা কানে আসছে
সেটা হলো,,
আমার ও সময় আসবে
দেখে নিবো,,
।
আমি শুধু শুনছি আর মুচকি মুচকি হাসছি,,,,
।
কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারি নি ,,,
সকাল বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলো,,,
ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ৮ টা বাজে,,,
উঠে ওয়াশরুমে গেলাম ,,,
।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম,,,
বের হয়েই চোখ টা বিছানায় গেলো,,,
।
মনে হচ্ছে একটা পরী শুয়ে ঘুমাচ্ছে
।
ইশশশ,,,
গালে লাল হয়ে আছে,,,
এখন নিজেরই খারাপ লাগছে ,,,
তখন রাগের মাথায় থাপ্পড় টা না দিলেও পারতাম
।
মাঝে মাঝে কন্ট্রোল করতে এমন দুই এক ডোজ দিতে হয়,,,
চুল গুলো কেমন এলোমেলো হয়ে আছে,,,
ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেই,,,
না থাক
যদি জেগে যায়,,,,
কাঁথা টা ঠিক করে দেই,,,
শরীরের উপরে থাকা কাথাটা যেই ঠিক করে ফেলেছি ঠিক তখনি মুমু আমার হাত ধরে ফেললো,,,
আমার হাতটা মাথার নিচে দিয়ে আবার ঘুমিয়ে গেলো,,,
।
হাতটা জোর করে সরিয়ে নিলাম,,,
বাইরে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি
শ্বশুর মশাই আর শাশুড়ী বসে বসে চা খাচ্ছে,,,
।
“””” সুমন কখন উঠলা,,,
“”” এই ত একটু আগে ,,,
“””‘ আসো নাস্তা করো,,,
“”” না থাক,,, মুমু উঠলে খাবো,,,
“””” ওহহ,, এখন কই যাও,,,
“”” একটা বাসা নিয়েছি ,, সেখানে যাবো একটু,, আজ সকালে যেতে বলেছিলো,,,
“””” ওহহহ,,,, কখন আসবে ???
“””” একটু পরেই ,,, বেশি সময় লাগবে না ,,,
“””” ড্রাইভার কে বলে দিচ্ছি গাড়ি নিয়ে যাও,,,
“”” না থাক,, আমি এভাবেই যেতে পারবো,,,, ,,
।
।
বের হয়ে গিয়ে বাসাটা ঠিক করে আসলাম ,,, কিছু জিনিস কিনতে হতো
সেগুলো কিনে কয়েকজন লোক নিয়ে বাসাটা সুন্দর করে সাজিয়ে তুললাম ,,,
এরপর মেস থেকে আমার জিনিস পত্র গুলো নিয়ে বাসায় রেখে আসলাম ,,,
শ্বশুর বাড়ি আসতে আসতেই দুপুর হয়ে গেল ,,,
.
এসেই ডিরেক্ট মুমুর রুমে গেলাম,,,
নক না করেই,,,,
।
রুমে এসে দেখি মুমু কেবল মাত্র গোসল শেষ করে এসে কাপড় পরবে,,,
এখনো তোয়ালে পড়ে আছে ,,,
কাপড় পড়ার জন্য তোয়ালে টা খুলতে যাবে ,,,
।
“”” এই কি করছেন ,,,, ( আমি )
তাড়াতাড়ি করে আবার তোয়ালে ঠিক করে নিলো,,,,
নিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো,,,
মনে হচ্ছে ওর দৃষ্টির আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাবো,,,
।
ওমা এ মেয়ে কেন জানি আমার দিকে আসছে ,,,
কিছু করবে না তো আবার,,,,
.
..
…
….
…
..
.
To be continue