বস বউ
Sûmøñ Ãl-Fãrâbî
Part_4
এটা আমি কি দেখলাম ???
মুমু একটা ছেলের হাত ধরে বসে গল্প করছে ,,,
তবে কি এটাই মুমুর সেই প্রেমিক ???
আমি কি ওদের সামনে যাবো??
না থাক,,,
মুমু তো আগেই বলে দিছে
আমায় স্বামী মানতে পারবে না ,,,
।
পার্ক থেকে সোজা বাসায় আসলাম ,,,
বাসায় আসতেই চোখ ময়লার ঝুড়িতে গেলো,,,
সকাল বেলা নাস্তার পাশে রাখা
ফুটন্ত গোলাপ ফুল গুলো
অযত্নে অবহেলায় পড়ে আছে ,,,
কেন জানিনা খুব কষ্ট হলো,,,
ফুলগুলো কে তুলে আমার রুমে নিয়ে আসলাম , ,
।
কিছু সময় একা একা বসে ভাবলাম
কেন আমি বিয়েটা করতে গেলাম,,,
।
এরপর রান্না করে
টিভি দেখছি ,,,
মুমু আসলো,,,
।
“””” বাবার সাথে কথা বলছো???
“””” হুম ,,, কেন উনার সাথে তোমার কথা হয় নি,,,,
“””” না,,,
“””” ওহহহ,,, কাল অফিসে যেও,, সবার সাথে পরিচয় করিয়ে দিবে,,,
“””” হুম ,,,
“””” খাবে না ???
“”” আমি বাইরে থেকে খেয়ে আসছি,,,
“”” ওহহহ,,,
।
মুমু রুমে চলে গেল ,,,
আমিও একটু খেয়ে
রুমে চলে আসলাম ,,,
।
বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে ,,,
মনে হচ্ছে বৃষ্টি হবে ,,,
।
বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল ,,,
ছোটবেলা থেকেই বৃষ্টি আমার অনেক ভালো লাগে
বৃষ্টি আসলে নিজেকে ঘরের মাঝে আটকে রাখতে পারি না,,,
রুম থেকে বের হলাম , ,
এখন ছাঁদে গিয়ে ভিজবো,,,
।
আচ্ছা মুমুকেও কি বলবো ???
না থাক,,,
ও যদি বৃষ্টি পছন্দ না করে ,,,
।
তবুও বেহায়া মন কিছুতেই
বারন শুনলো না,,,,
।
মুমুর রুমের কাছে যেতেই শুনতে পেলাম
ও কার সাথে যেন হেসে হেঁসে কথা বলছে ,,,
।
তবুও নক করলাম,,,,
একটু পরে দরজা খুললো,,,
।
“””” কি সমস্যা,,,
“””” বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ,,,,
“””” তো আমি কি করবো ???
“””” না কিছু না ,,,,
“””” কিছু না ,,, ভয় পেলে বলিয়েন,,,,
“””” আমি ওসব ন্যাকা মেয়েদের মতো না,,,
।
মুখের উপর দরজা বন্ধ করে দিলো,,,
আমিও একসাথে বৃষ্টি তে ভিজার কথা বলতে পারলাম না
হয়তো ভয়ে
।
একা একা আর ছাঁদে গেলাম না
যে বৃষ্টি আমার খারাপ থাকা মনকে ভালো করে দেয়
সেই বৃষ্টি আজ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে,,,
।
বাংলাদেশের বৃষ্টি আর বিদ্যুৎ এর যে কিভাবে
ব্রেকআপ হইছিলো আজও বুঝতে পারলাম না
বৃষ্টি আপু আসলেই
বিদ্যুৎ ভাইয়া চলে যাবে,,,
।
আজও সেটার ব্যতিক্রম হলো না,,,
আর বিদ্যুৎ যাওয়ার পর পরেই
প্রথম বাজটা পড়লো,,,
।
আমার কানে একটা চিৎকার আসলো,,,
চিৎকার টা মুমুর রুমে থেকে ,,,
দৌড়ে মুমুর রুমের সামনে আসলাম ,,,
।
“”””” মুমু,, এই মুমু,,, কি হইছে ???
“”””‘ ( কোনো শব্দ নেই)
“””” মুমু দরজা খুলো,,, এই মুমু,,,,
।
মুমু দরজা খুলেই আমায় জড়িয়ে ধরলো ,,,
মুমু কান্না করছে ,,,
আজিব তো,,,
একটু আগেই বললো ভয় পায় না
এখন আবার কান্না করছে ,,,
।
ফিজিক্স ক্যমিষ্ট্রি চেষ্টা করলে বোঝা সম্ভব
কিন্তু মেয়েদের কে বোঝা বড়ই কঠিন,,,,
।
মুমু আমায় জড়িয়ে ধরে আছে
আমিও মুমুকে,,,
।
“””” ছাঁদে যাবে ???
“””” কেন???
“””” না মানে আমি বৃষ্টি তে ভিজবো ,, আর তুমি তো একা ভয় পাবে,,,,
“””” ওহহহ,,, হুম ,,, চলো,,,
।
এরপর আমি বৃষ্টি তে ভিজছি,,,
মনে মনে খুব করে চাচ্ছি
যে মুমুও আসুক
আমার সাথে ভিজবে,,
কিন্তু বলার সাহস পাচ্ছি না ,,,,
আমায় অবাক করে দিয়ে মুমুই বললো
।
“””” আমিও ভিজবো ,,,,
।
মনে মন খুশি হলেও মুখে প্রকাশ করলাম না
।
“””” ঠান্ডা লাগবে ???
“””” আমার ঠান্ডা লাগবে না ,,, আমিও ভিজবো ,,,
।
এরপর দুজনেই মিলে বৃষ্টি তে ভিজলাম ,,
যখন বিদ্যুৎ চমকায়
তখন দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে , ,
।
ইসসস,,,,
এমন করে যদি প্রতিটি দিন কাটতো ,,,
তাহলে কতই না ভালো হতো ,,,
।
একটু পরে নিচে আসলাম
মুমু ওর রুমে গেলো
আর আমি আমার রুমে ,,,
বাইরে এখনো বৃষ্টি হচ্ছে ,,,
।
ড্রেস চেঞ্জ করে শুয়ে আছি ,,,
হঠাৎ মুমু আসলো আমার রুমে ,,,
।
“””” তুমি এখানে ??? কিছু লাগবে ???
“”””” রুমে একা একা ভয় পাচ্ছে ,,, আর আমার খুব ঘুম ও পেয়েছে ,,,
“”””” ওহহ,, তাহলে তুমি খাটে ঘুমাও,,, আমি নিচে ঘুমাচ্ছি,,,,
“”””” আচ্ছা ,,,
।
মুমু খাটে শুয়ে পরলো ,,,
আমিও নিচে শুয়ে ফোন চপতিছি,,,,
।
“”””” বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ,,, তুমিও খাটে আসো,,, নয়তো ঠান্ডা লাগবে ,,,,
“””” না থাক,,,,
“”””‘ অনেক জায়গায় আছে ,,, এই কোলবালিশের এপাশে না আসলেই হবে ,,,
“””” হুম ,,,
“””” খবরদার উল্টো পাল্টে কোনো চিন্তা মাথায় আনলে খাবর খারাপ করে দিবো,,,,
।
কি আজব মাইরি ,,,
নিজেই নিচ থেকে তুলে উপরে নিয়ে আসলো,,,
আবার নিজেই এসব বলতিছে,,,
কেমন ডা লাগে ???
আপনারাই বলেন কি করা যায়????
।
আমি মুমুর মুখের দিকে তাকিয়ে আছি,
হঠাৎ সেই সময় প্রকট শব্দ করে একটা বাজ পড়ল ,,
মুমু চিৎকার করে আমায় জড়িয়ে ধরলো ,,,
।
একটু পরে যখন ও বুঝতে পারলো
যে ও আমায় জড়িয়ে ধরে আছে ,
তখন নিজেকে স্বাভাবিক করে নিয়ে
।
“””” সরি,,, একটু ভয় পাইছিলাম ,,,
“””” হুম ,, সব কিছু আপনিই করবেন ,,, আর দোষ হবে আমার,,,,
“””” আজিব তো,,, ভয় পেতেই পারি,,,
।
হালকা করে মুখ ভেঙচিয়ে
মাঝে কোলবালিশ টা ভালো করে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পরলো ,,,
আমিও আর কিছু না বলে
শুয়ে পড়লাম ,,,
।
অনেক রাত হয়ে গেল,,,
কিন্তু এখনো বৃষ্টি পড়ছে ,,,
মুমু বোধহয় ঘুমিয়ে গেছে,,,
।
ওর দিকে তাকালাম,,,
ওর শরীর থেকে কম্বল টা সরে গেছে ,,,
ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়ালাম ,,,
কম্বল টা ঠিক করে দিতেই ও আমার হাতটা ধরে ফেললো,,,,
মনে মনে একটু ভয় পেলাম,,,
এই এখনি বোধ হয় আমায় ভুল বুঝবে,,,
।
কিন্তু না,,,
প্রায় ১ মিনিট হয়ে গেল
এখনো কিছু বললো না,,,
এর মানে মুমু ঘুমের মাঝে হাতটা ধরেছে,,,
।
“”””” মুমু,,,
“””” হুম ,,,,
“””” আমার হাতটা ছাড়ো ,,,,
“””” না,,,,
“””” ছাড়ো,,, আমিও ঘুমাবো,,,,
“””” আমায় শীত করছে আমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারো না,,,,
।
মনে মনে যদিও বা খুশি হলাম
কিন্তু বুঝতে পারলাম ও এসব ঘুমের মাঝে বলছে
।
“””” আরও কম্বল এনে দিবো???
।
এবার আর কোনো কথা না বলে
আমায় জড়িয়ে ধরলো,,,
।
কি করবো ???
আমিও কি জড়িয়ে ধরবো,,,
যদিও বা ও আমার বিয়ে করা বউ
তবুও যদি বলে আমি ওর দুর্বলতার সুযোগ নিচ্ছি ,,,
তবে এটা বুঝতে পারছি যে ওকে প্রচুর শীত লাগছে ,,
তাই আর বেশি কিছু না ভেবে
মুমুকে জড়িয়ে ধরলাম,,,
একটু পরে আমিও ঘুমিয়ে গেলাম…
।
সকাল বেলা
বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম ,,,
চোখ খুলে দেখি আমার বুকের উপর মুমুর মাথা ,,,
।
আমার বুকে মাথা রেখে
আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ,,,
কিন্তু গরম লাগছে কেন???
।
মুমু মাথায় হাত দিতেই আমি শক খেলাম
এর তো অনেক জ্বর ,,,
জ্বরে শরীর পুড়ে যাচ্ছে
.
কাল রাতে বৃষ্টি তে ভিজার কারণে হয়তো
আজ জ্বর আসছে ,,,
।
মুমু মাথা বুকের উপর থেকে নামিয়ে
বালিশের উপর রাখলাম,,,
রেখে একটা বাটিতে করে পানি নিয়ে আসলাম
এরপর আমার রুমাল টা দিয়ে
মাথায় পটি দিতে লাগলাম ,,,
।
আম্মু সব সময় বলতো
খুব বেশি জ্বর হলে মাথায় পটি দিতে হয়
তাহলে জ্বর টা অনেক টা কমে যায়,,,
।
বেশ কিছু সময় ধরে মাতায় পটি দিলাম ,,,
শরীর টা আগের থেকে একটু হালকা ঠান্ডা হয়েছে ,,,
।
এবার আমি ফ্রেশ হয়ে
নাস্তা বানালাম ,,,
একটা প্লেটে নাস্তা নিয়ে আসলাম ,,
এসে মুমুকে ডাকলাম ,,,
।
“””” মুমু,,,
“””” ( কথা বলতে পারছে না ,,, শুধু চোখ খুলে আমার দিকে তাকালো ,,,)
“””” উঠে একটু নাস্তা করে নাও,,,
।
মুমু মাথা নাড়িয়ে না বললো,,,
আমি তবুও জোর করে একটু খাইয়ে দিলাম,,,,
।
আম্মু কে ফোন দিলাম ,,
।
“””” আসসালামু আলাইকুম ,,
“””” ওয়ালাইকুম আসসালাম ,,, কেমন আছিস ???
“””” ভালো,,, তুমি???
“”‘” ভালোই ,,,
“””” বাসার সবাই কেমন আছে???
“””” সবাই ভালো,,, বউমা কেমন আছে???
“””” ওর প্রচুর জ্বর আসছে,,,,
“””” কিভাবে ???
“””” কাল রাতে বৃষ্টি তে ভিজছে ,,,
“””” তুই জোর করে ভিজিয়েছিস তাই না,,,,
“””” না,,, তুমি আসতে পারবা আম্মু ???
“””” আসতে তো হবেই,,, কিন্তু আমার যেতে তো অনেক সময় লাগবে ,,, তুই বরং আমি আসা পর্যন্ত তোর শাশুড়ী কে নিয়ে এসে রাখ,,,,
“””” আচ্ছা ,,,,
।
আম্মু ফোন কেটে দিলো,,,
আমি শ্বশুর মশাই কে ফোন দিলাম
।
“””” হ্যাঁ সুমন বলো,,,
“””” আজ শাশুড়ী আম্মু কে একটু আমাদের বাসায় পাঠিয়ে দিতে পারবেন ,,,
“””” কেন কি হইছে ,,,
“””” মুমুর প্রচুর জ্বর আসছে ,,,
“””” ওহহহ,,, ডাক্তার দেখাইছো???
“””” না,,, তবে একটু পরে যাবো,,,
“”” তোমাকে যেতে হবেনা আমি ডাক্তার নিয়ে আসছি ,,,
।
ফোন কেটে মুমুর পাশে বসলাম,,,
ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ,,,
।
“””” মুমু
“”” হুম ,,,
“””” খুব খারাপ লাগছে???
“”” হুম,,,
“””” মাথায় পানি দিবো???
।
মুমু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো,,,
।
আমি একটা বালতি করে পানি নিয়ে এসে
ওর মাথায় দিতে লাগলাম ,,,
একটু পরে শ্বশুর শাশুড়ী সাথে ডাক্তার নিয়ে আসলো,,,
।
ডাক্তার জ্বর পরীক্ষা করে বললো।
।
“”” জ্বর কিভাবে আসলো???
“””” কাল রাতে বৃষ্টি তে ভিজে,,,,
“””” বেশি রোমান্টিক হলে যা হয় আর কি,,,,
।
ডাক্তার ঔষধ দিয়ে চলে গেল ,,,
।
“””” তাহলে তুমি থাকো আমরা দুজন চলে যাই,
“””” আপনি ( শাশুড়ী) থাকেন ,,, বিকেলে আম্মু ও আসবে,,,,
“”‘” বাসায় অনেক কাজ পড়ে আছে ,,, বিকেলে আমি আসবো এখন,,, আর রোমাঞ্চ করছ তোমরা সেবাটাও তুমি কর,,, তোমারি তো বউ,,,
।
শ্বশুর মশাই আর শাশুড়ী হাসতে হাসতে চলে গেল ,,,
বাহহহ,,,,
সবাই মজা নিচ্ছে ,,,,
।
আমি আবার মুমুর পাশে বসলাম ,,,
।
“””” আমি ছাঁদে যাবো,,, এখানে ভালো লাগছে না ,,,
“””” আচ্ছা চলো,,,,
।
কিন্তু মুমু হাটতে পারছে না,,,
এখন কি করবো???
ইচ্ছে করছে কোলে করে নিয়ে যাই,,,
কিন্তু যদি কিছু মনে করে,,,,
কোলে নিবো কি????
.
..
…
….
…
..
.
To be continue