অভিমানী ভালোবাসা
Writer : Sûmøñ Ãl-Fãrâbî
.
ঃ কি হইছে এতো নড়লে ঘুমানো যায় নাকি,,
ঃ……
ঃ আর একবার নড়াচড়া করলে কোলে করে বাইরে রেখে আসবো,,,
ঃ হিহিহি,,,
ঃ আমি কি হাসির কিছু বলছি ,,,
ঃ তুমি কোলে নিতে পারো,,, কখনো নাও নি তো,,
ঃ বেশি কথা না বলে ঘুমাও,,,
ঃ আমার ঘুম আসছে না ,,,
ঃ তো আমি কি করবো ,,,
ঃ চলো না চাদ দেখি,,,
ঃ আমার কাল অফিস আছে,, ঐসব নেকামো করার সময় নেই ,,,
।
নীলা আর কিছু বললো না
কিছু সময় চুপচাপ শুয়ে থাকলো,,,
এরপর একা একা কই যেন গেল,,,
।
একটু পরে সিয়র চলে আসবে ,,
আমার বউটা খুব ভালো ,,,
তাবে বাচ্চাদের মতো আচরণ টা একটু বেশি করে ,,
যদিওবা এটা আমার অনেক ভালো লাগে
কিন্তু মাঝে মাঝে রাগ ওঠে
আজ আমার মোবাইলটা পানিতে চুবিয়ে রাখছিলো,,
বিকেলের ঘটনা ঃ
।
ঃ নীলা,, এই নীলা,,,
ঃ হুম বলো,,,
ঃ আমার মোবাইল টা কোথায়
ঃ ওটা তো মগের মাঝেমাঝে পানিতে চুবিয়ে রেখেছি,,,
ঃ মানে,,, কেন?
ঃ গেমস খেলার সময় ওর জ্বর এসেছিলো তাই ,,,
দৌড়ে গিয়ে মোবাইল টা তুলি,,
সময় মতো গেছলাম তাই আমার স্বাদের মোবাইল টা বেঁচে আছে ,,,
এরপর থেকে কথা বলি নি,,,
।
কি হলো
নীলা এখনো আসছে না,,,
অনেক সময় তো হয়ে গেল,,,
বাইরে তো বৃষ্টি হচ্ছে,,,
কই গেলো,,
একা একা ঘুমাতেও পারছি না ,,,
।
বিছানা থেকে উঠে ছাঁদে গেলাম ,,,
পাগলীটা এক পাশে দাড়িয়ে আছে
বৃষ্টি তে পুরো ভিজে গেছে
পিছনে থেকে গিয়ে জড়িয়ে ধরলাম ,,,
পাগলীটা একটু চমকে গিয়ে পিছনে তাকালো
চোখ রক্ত বর্ণ ধারণ করছে
।
ঃ এই পাগলী কান্না করছো কেন?
ঃ আমি আর কোনো দিন তোমার মোবাইল পানিতে ডাবাবো না,,,
ঃ আচ্ছা বাবা সেটা তো বুঝলাম। কিন্তু কান্না করছো কেন?
ঃ তুমি তখন থেকে আমার সাথে কথা বলো নি, আমার বুঝি কষ্ট হয় না ,,,
ঃ ওহহ,, তাই তো আমার পাগলীটার অনেক কষ্ট হয়,, কিন্তু তুমি চলে আসলে কেন?
ঃ তো কি করবো,, তোমার বুকে ছাড়া আমার ঘুম আসে না ,,,
ঃ তাই জন্য বৃষ্টি তে ভিজবে এভাবে
ঃ আমি কি ইচ্ছে করে ভিবছি তুমি আসতে লেট করছো,,,
ঃ আচ্ছা এখন চলো,,,
।
নীলাকে কোলে করে রুমে নিয়ে আসলাম,,,
।
ঃ যাও চেঞ্জ করে নাও,,,
ঃ তুমি চেঞ্জ করে দাও,,,
ঃ তুমি বড় হবা কবে
ঃ কিছু দিন পর
ঃ বিয়ের পর থেকে শুনে আসছি কিন্তু এই কিছু দিন শেষ হচ্ছে না,,,
ঃ দিবা কি না
ঃ দিচ্ছি বাবা,,
।
এরপর দুজনেই চেঞ্জ করে
পাগলীটাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম,,,
ভালোবাসা গুলো সব সময় এমনই হয়
রাগ ঝগড়া অভিমান থেকেই যায়,,,,
।
.