সিনিয়র বউ এর ভালোবাসা
,
Part-10
,
রাতে এমন অনেক কিছু ভাবলাম ,, ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি ,,,
সকাল বেলা কলিং বেল এর শব্দে ঘুম ভেঙে গেলো,,,
আজ পায়ের ব্যাথা অনেক কমে গেছে ,,,
গিয়ে দরজা খুলে দিলাম ,,,
।
“”” রুহী তুমি এতো সকালে ,,,
“”” কেন অন্য কেউ আসার কথা ছিলো,,,
“”” হুম ,, রিয়া,,,
“”” ওহহ তাই না,, বেশি রিয়া রিয়া করলে আবার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো,,,
“”” এতো সাহস,,,,
“”” হবে না আবার তোমার বউ বলে কথা ,,,
“”” হুম ,, এতো সকালে আসার কারণ কি???
“”” আসলাম ,, সকাল বেলা খাওয়া করবে না ,,,
“”” তুমি শুধু খাবার দেয়ার জন্য আসছো,,,
“”” ঠিক তা না,, অনেক দিন পর তোমায় কাছে পেয়েছি কেন জানি দূরে থাকতে মন চাইছে না ,,,
“”” কেন,,, এতো দিন তো থেকেছো,,,
“”” বাদ দাও না ,, ফ্রেশ হয়ে আসো,,,
।
ফ্রেশ হয়ে আসলাম,,,
এসে খাওয়ার জন্য বসলাম ,,
রুহী সব কিছু বেরে দিচ্ছে ,,,
।
“”” তুমি খেয়েছো,,,
“”” হুম ,,,
“”” মুখ দেখে তো মনে হচ্ছে না ,,,
“”” মুখ দেখে কি মনে হচ্ছে ,,,
“”” অনেক কিছুই মনে হচ্ছে ,, আসো খাইয়ে দিচ্ছি,,,
।
।
রুহীকে খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি ,,,
রুহীর চোখ দিয়ে পানি ঝড়ছে ,,,
।
“”” কি হলো কান্না করছো কেন???
“”” কই না তো,,,
“”” আমার কাছে লুকানোর চেষ্টা করে লাভ নেই ,,,
“”” এতো দিন কেন আমি তোমার থেকে দূরে থাকলাম ,,, আমায় ক্ষমা করে দিও,, তোমায় অনেক কষ্ট দিয়েছি আমি ,,,
( আমায় জড়িয়ে ধরে কান্না করছে)
“”” এই পাগলী,,, কান্না বন্ধ করো,,,
।
রুহী কিছুতেই কান্না থামাচ্ছে না,,,
হাত পরিস্কার করে রুহীকে কোলে তুলে নিলাম,,,
।
“”” তোমার কষ্ট হচ্ছে না ,,,
“”” কেন,,, আমার বউকে কোলে নিতে আবার কষ্ট কিসের ,,
“”” পায়ের ব্যাথা???
“”” বউকে কোলে নিলে পা ও বোঝে,,,
“”” তাই,,,
“”” হুম ,,,
।
।
রুহীকে কোলে করে বেডরুমে নিয়ে আসলাম ,,,
।
।
আমি শুয়ে আছি
রুহী আমার পাশে শুয়ে আছে ,,,
হঠাৎ করেই ও আমার উপরে শুয়ে পড়লো,,,
।
“”” কি হচ্ছে এসব ,,,
“”” কিছু না ,,,
“”” তুমি কিন্তু আমার সিনিয়র ,,, একটু তো লজ্জা করো,,,
“”” তাতে কি হইছে ,,,
“”” তাতে কি হইছে মানে ,,,,
“”” হুম ,, তুমি তো আমার স্বামী ,,,,
“”” হুম ,, আচ্ছা রোজা কই,,,
“”” আব্বুর সাথে কেক আনতে গেছে ,,,
“”” এতো সকাল বেলা ,,,
“”” জমিদার সাহেব ১১টা বাজে,,,, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও ,,,
“”” কেন,,,
“”” সব কিছু সাজাতে হবে তো,,,
“”” হুম ,, কিন্তু তার আগে আমার সিনিয়র বউয়ের সাথে একটু দুষ্টুমি করি,,,
“”” এখন এসব করা যাবে না ,, সময় নেই ,,,
“”” অল্প একটু ,,,
“”” একটুও না,, তাড়াতাড়ি চলো,,,,
।
।
আমি রুহীর সাথে কথা না বলে বাথরুমে গিয়ে গোসল করে আসলাম ,,,
।
দুজনেই গাড়িতে,,,
কেউ কারো সাথে কথা বলছি না ,,
রুহী বার বার আমার দিকে তাকাচ্ছে ,,,
ওর হাতটা আমার হাতের উপর রাখতে চেয়েও রাখছে না,,,
হয়তো ভয় পাচ্ছে ,,,
এবার সাহস করে রাখলো,,,
।
“”” আমার জুনিয়র বর কি রাগ করছে ,,
“”” আমি রাগ করতে যাবো কোন দুঃখে,,,
“”” দুষ্টুমি করতে দেই নি বলে,,,
“”” আমি কারো উপর রাগ করি না ,,,
।
রুহী কিছু বলবে এমন সময় ফোন আসলো,,,
।
“”” হ্যালো,,,
“”” সুমন কই তুমি ,,,
“”” আমি জাহান্নামে আপনি কই,,,
“”” জাহান্নামে ?? ওটা আবার কতদূর ,,,
“”” ফাজলামি বাদ দিয়ে বলেন কখন আসবেন ,,,
“”” আমি তো আসছি,,,
“”” আচ্ছা আমি নয়নকে বলে দিচ্ছি ,,, ও গিয়ে আপনাকে নিয়ে আসবে,,,,
“”” আচ্ছা ,,,
।
ফোন কেটে দিলাম ,,,
।
“”” কাল নয়ন তোমায় কিছু বলছে ,,,
“”” কি বলবে ,,,
“”” কাল ঐ ভাবে আমাদের দেখে ফেললো,,,
“”” কিভাবে ,,,,
“”” আরে ঐ ভাবে,,,, আমি তোমার বুকের উপর শুয়ে ,,,
“”‘ তাই তো,, আপনি কেন আমার বুকের উপর শুয়ে ছিলেন ,,,
“”” দেখো রাগ উঠাবে না,, বলো নয়ন কি বলছে ,,,
“”” তেমন কিছু বলে নি,,,,
।
।
এমন অনেক বিষয়ে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেলাম ,,,,
রোজা আমায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো ,,,
।
“” বাপি,,,
“”” কেমন আছো আম্মু ,,,
“”” ভালো,,, তোমার পা ভালো হয়েছে ,,,
“”” হ্যা আম্মু ,,,,
“”” আচ্ছা দেখতো কোন ড্রেস টা ওকে পড়াবো,,,
“”” ওহহ,,, আমার গাড়িতে তো ওর জন্য ড্রেস রাখা আছে ,,,
।
।
গাড়ি থেকে সবগুলো কাপড় নিয়ে এসে সবাই কে দিলাম ,,,
রুহী আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো,,,
।
“”” আমার জন্য কি নিয়েছো,,,
“”” কিছুই নেয়া হয় নি ,,,
।
হাসি হাসি মুখটা হঠাৎ তেই অন্ধকারে ডুবে গেলো,,, ,,,
।
“”” আমি তো তোমার কেউ না আমার জন্য কেন নিয়ে আসবে ,,, মেয়ে পেয়েছো এখন ,,,
।
চলে যাচ্ছে ,,
পিছনে থেকে ওর হাতটা ধরলাম ,,,
টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম ,,
।
“”” ছাড়ো বলছি ,,, আমার জন্য তো কিছু নাও নি,,,
( বার বার ছাড়ো ছাড়ো বলছে কিন্তু নিজেকে ছাড়ানোর বিন্দু মাত্র চেষ্টা করছে না )
“”” আমি কি তোমায় ধরে আছি ,,, যাও,,,
।
এবার রাগ করে চলে যাচ্ছে ,,,
।
“”” এই পাগলী,,,
“”‘ আবার ধরলে কেন,,,
“”” আমার একটা মাত্র বউ তার জন্য কিছু নিবো না এটা কিভাবে হয়,,,
“”” মানে ,, আমার জন্য ও নিছো,, কই দেখি,,,
“”” তোমার জন্য এই শাড়ি টা,,, কেমন শাড়িটা,,,
“”” অনেক সুন্দর ,,, উম্মাআআবআ,,,,
“”” এটা কি হলো,,
“”” শাড়ির দাম ,,
“”” শুধু একটা ,,,
“”‘ অপেক্ষা করো ,, রাতে অনেক গুলো পাবে,,,
.
রুহী মুচকি হাসি দিয়ে চলে গেল ,,,
।
আমি রুমটা সাজালাম ,,,
রুহী ড্রয়িং রুম সাজালো,,,
গেস্ট সবাই আসতে শুরু করেছে ,,,
।
“”” রুহী মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো,, সবাই তো আসছে ,,,
“”” আচ্ছা আব্বু ,,,
।
রুহী আমায় নিয়ে রুমে এসে দরজা লক করে দিলো,,,
“” দরজা লক করলে কেন ,,,
“”” কেন সমস্যা ,,,
“”” সবাই কি ভাববে,,,
“”” আমার স্বামী কে নিয়ে আমি রুমে আসছি এতে কার কি আসে যায়,,
“”‘ আচ্ছা বাবা এখন বলো কেন নিয়ে আসছো,,,
“”” আমায় শাড়ি পরিয়ে দাও,,,
“”” আমি পারি না ,,,
“”” তাহলে আমিও শাড়ি পড়বো না,, এমনি থাকবো,,,
“”” আরে পাগলী,,, আচ্ছা দিচ্ছি ,,, কিন্তু এবার তো দুষ্টুমি করবোই দেখি কিভাবে আটকাও,,,,
“” বললেই হলো দুষ্টুমি করবো, , বাইরে সবাই অপেক্ষা করছে ,,,
“”” তো কি হইছে,,, ওরা তো আর জানবে না রুমের মাঝে কি হচ্ছে ,,,,
“”” যাও তোমার শাড়ি পড়িয়ে দিতে হবে না ,,,
“”” ওহহ তাই ,,, আচ্ছা তাহলে আমি গেলাম,,,
.
।
আমি আসতিছি,,
রুহী আমায় টেনে নিয়ে গিয়ে বেডে শুয়ে দিলো,,,
এরপর ও আমার উপরে , ,
।
“”” কি হচ্ছে এসব ,,,
“”” কই যাও,,,
“”” তুমিই তো যেতে বললে,,,
“”” আমি যেতে বলবো বলে তুমি চলে যাবে ,,,
“”” তো কি?? আপনি তো আমার সিনিয়র ,,, আপনার কথা তো মানতে হবে ,,,
“”” তাই না ,,, তাহলে শাড়ি না পড়িয়ে যাচ্ছো কেন,,,
“”” উঠুন উঠুন,,,,
“”” কি হলো আবার,,,
“”” এমন হাতির মতো একটা বডি আমার উপর ,,,
“”” কি বললা তুমি ,,,
“”” শুনতে পাও নি ,,,
“”” আমি হাতি,,,
“”” তাছাড়া কি,, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ,,,
“”” তাই না ,,,
।
রুহী উঠে এক পাশে গিয়ে দাঁড়ালো ,,,,
।
“”” কি হলো,,,
“” কিছু না ,,,
“”” তাহলে উঠলে যে,,,
“”” আমি তো হাতি তাই ,,,
“”” আহারে রাগ করছে পাগলীটা,,,,
“”” এখন কি শাড়িটা পড়িয়ে দিবে নাকি না,,,
“”” এই তো দিচ্ছি ,,
।
রুহীকে শাড়ি পড়িয়ে দিলাম,,,
রুহী একটা কথাও বললো না ,,,
অনেক রাগ করছে ,,,
শাড়ি পড়ানো শেষ ,,,
।
“””” কথা বলবে না ,,,
“”” আমি তো হাতি,,
“”” আরে বাবা আমি তো মজা করছি,,,
“”” না তুমি সত্যি সত্যি বলছো,,,
“”” আচ্ছা বাবা সরি,,
“”” তুমি যাও,,
“”” এদিকে আসো,,
“”” কোথায়???
“”” আসোই না আগে,,,
“”” কেন,,
“”” তুমি কখনো পরী দেখছো,,,
“”” না,,,
“”” আসো পরী দেখাচ্ছি ,,,
“”” মানে আমার খুব কাছের একটা পরীকে দেখবো,,
“”” মানে ,, কে সে,,
“”” একটা মেয়ে ,,,
“”” ও কি অনেক সুন্দরী ,,
“”” অনেক ,,,
“”” আমার থেকে বেশি ,,
“”” সেটা তুমি নিজেই দেখে নিও,,,
“”” না আমি দেখবো না,,,
“”” কেন,,
“”” যদি আমার থেকে সুন্দরী হয় তবে আমি কেঁদে দিবো,,,
“”” তাই ,,,
“”” হুম,,
“”” আচ্ছা চোখ বন্ধ করো,,
“”” কেন,,,
“”” বললাম বন্ধ করো,,,
।
রুহী চোখ বন্ধ করছে ,,,
এরপর ওকে আয়নার সামনে নিয়ে এসে বসিয়ে দিলাম
।
।
“”” আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না কিন্তু ,,,
“”” আচ্ছা ,,,
।
এরপর আমি ওকে হালকা মেকাপে সাজিয়ে তুললাম ,,
।
“”” কি করছো তুমি,,,
“”” পরীটার সামনে তোমায় নিয়ে যেতে হবে না ,, তাই জন্য তোমায় রেডি করছি ,,,
“”” ও কি অনেক সুন্দরী ,,,
“”” হুম ,,
“”” তুমি কি ওকে ভালোবাসো,,
“”” অনেক ,, জীবনের থেকে বেশি ,,,,
।
“””” এই পাগলী কাঁদছো কেন,,,,
“”” তুমি অন্য মেয়ে কে ভালোবাসো,,,
“”” হুম ,, কান্না করবে না ,, তা হলে মেকাপ নষ্ট হয়ে যাবে ,,,
।
।
একটু পরে ,,
।
“”” সো মিস রুহী ,,, এখন চোখ খুলতে পারেন ,,,
“”” কি???
“‘”” লুক আমার পরী
“””” কই,,,
“”” কই মানে ,,
“”” তোমার পরী কোথায়,,
“”” সামনে তাকিয়ে দেখো,, আমার পরীকে দেখতে পারবে,,
“”” কই সামনে তো আয়না,,
“”‘ আয়নায় আমার পরীকে দেখা যাচ্ছে না,,,
“””” আয়নায় তো আমা,,,,,
।
।
রুহী উঠে আমায় জড়িয়ে ধরলো
আসলেই ও পাগলী একটা ,,,
।
“”” শুধু শুধু আমায় কাঁদালে,,
“”” আমি তোমায় কাঁদতে বলছি ,,,
“”” হুম ,,,
।
।
“”” বাপি আম্মু ,, আর কত সময় লাগবে ,,,
।
“”” রোজা ডাকছে ,, চলো তাড়াতাড়ি ,,,
।
রুহী আর আমি একসাথে রুম থেকে বের হলাম,,,
বের হয়ে দেখি অফিসের সবাই আসছে ,,,
সবাই আমাদের একসাথে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে ,,,
।
“”” বাপি চলো আমার বন্ধুদের তোমায় দেখাবো,,
“”” হুম চলো আম্মু ,,,
।
।
এবার সবাই আরও বেশি করে অবাক হচ্ছে ,,,
।
একটু সামনে আগাতেই নয়ন আর আংকেল এর সাথে দেখা ,,
।
“”” রোজা আম্মু ,,
“”” হ্যাঁ বাপি,,,
“”” এটা তোমার আরএকটা দাদু,,
“”” এই কি আমার দাদুভাই,,,,
“”” হুম ,,
“”‘ অনেক সুন্দর ,,, এতোদিন আমাদের থেকে দূরে না থাকলেই পারতো ,,
( কোলে নিয়ে রোজাকে)
রুহী পাশেই দাড়িয়ে ছিলো,,
সব শুনছে আমাদের কথা ,,
।
“”” আংকেল বাদ দেন না এসব কথা ,,
“”” বউ মা কই
।
রুহীকে ডাকলাম ,,
।
“”” রুহী তোমায় বলি নি আমার উপরেও একজন বস আছে ,,,
“”” হুম ,,,
“”” ইনিই তিনি ,,, আমায় নিজের ছেলের মতো ভালোবাসে,,,
“”” আসসালামু আলাইকুম,, স্যার ,,
“”” স্যার ডাকিও না,, তুমিও তো আমার মেয়ের মতো ,,,
“”” তাহলে আমি আপনাকে আংকেল ডাকবো,,,
“””” বাহ,,তোমার মেয়েটা অনেক লক্ষী,,, যেমন মা তেমন মেয়ে ,, জানো মা আমি সেদিনেই তোমায় দেখতে আসতে চাইছিলাম ,, কিন্তু এই হারামজাদাটা আমাকে আসতে দেয় নি,,
“”” এটা নিয়ে পরে কথা বলা যাবে ,, আব্বু ঐ দিকে,,
“”” আচ্ছা ,, তাহলে আমি ঐ দিকে যাচ্ছি ,,,
“”” হুম ,,,
।
রুহী আর আমি দাঁড়িয়ে গল্প করছি,,
এমন সময় রোজা আসলো,,,
।
“”” বাপি চলো কেক কাটবো,,,
“”” এখন ,,
“”” হুম,,,, চলো,,,
।
কেক কাটলাম ,,,
।
এরপর সবাইকে আমাদের পরিচয় দিয়ে দিলাম,,,
শুনে সবাই অবাক,,,
।
।
সবাই সবার মতো গল্প করছে ,,
রিয়া আমার কাছে আসলো,,
।
“”” তুমি আগে বলবানা তুমি বিবাহিত ,,
“”” কেন,,
“”” জানো,,, কতো মেয়ের স্বপ্ন এখন তুমি,,,
“”” তাই,, আমি কি স্বপ্ন দেখতে বলছিলাম,,,
“”” বিয়ে করলে সেটাও আবার এমন একটা মেয়ে কে,,,
।
এমন আরও অনেক কথা হলো,,
।
রোজা এসে বললো
বাপি আম্মু তোমায় ডাকছে ,,,
।
“”” রুহী বলো,,
“”” খুব তো,,
“”” কি???
“”” অনেক হাসাহাসি হচ্ছে ,, গায়ে হাত দিয়ে কথা বলা লাগবে ,,
“”” আমি কখন হাত দিলাম,,,
“”” আমি তোমার কথা বলি লি,, আর তোমরা যা বলছো সব আমি শুনেছি ,,,
“”” মানে ,,,
“””” সবাই চলে যাক তারপর রাতে তোমার খবর করছি,,,
।
রুহী আম্মুর কাছে চলে গেল ,,,
না জানি আজ রাতে আবার কি শুরু করে ,,
এই মেয়ে তো আবার হেব্বি ডেনজারাস,,,,
যাই হোক রক্ষা করো আল্লাহ ,,,
।
আপনারা কি গল্প টার Happy Ending চান নাকি sad ending ,, ,
কমেন্ট করে জানাবেন
.
..
…
….
…
..
.
সিনিয়র বউ পার্ট-১১